বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের সমন্বয়ক নাহিদ ইসলাম যা জানালেন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) মধ্য রাতে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ''তিন বাহিনী প্রধানদের সাথে আমাদের দীর্ঘসময় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র-নাগরিকদের পক্ষ থেকে যে সরকার প্রস্তাব করা হয়েছে, সেই সরকারই চূড়ান্ত হবে বলে নিশ্চয়তা আমরা পেয়েছি।''

''আমরা প্রাথমিকভাবে সেই সরকারের প্রধান হিসাবে সর্বজন গ্রহণযোগ্য ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম। আজকে মহামান্য রাষ্ট্রপতি সম্মত হয়েছেন।''

''আমরা একটা তালিকা দিয়েছি। এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা করে এটা চূড়ান্ত করা হবে এবং খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করা হবে।''

তালিকা যেহেতু চূড়ান্ত হয়নি, তাই এখনি সেটা প্রকাশ করা হবে না বলে সমন্বয়করা জানান। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত ঘোষণা পাওয়া যেতে পারে বলে জানান মি. ইসলাম।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধান ও রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ''দেশে যে অরাজকতা ও সহিংসতা আমরা দেখছি, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ, সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে। পুলিশ বাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে।''

''দেশে আইনশৃঙ্খলা বাহিনী ফিরে না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কোন ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে,'' তিনি বলেন।

''যারা গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদের আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই'', বলেন নাহিদ ইসলাম।

এর আগে রাষ্ট্রপতি কার্যালয় জানিয়েছে, ''বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।''

বৈঠকে ১৩ সমন্বয়ক বৈঠকে অংশ নিয়েছিলেন। তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান রয়েছেন। বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

এদিকে, শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেছিল। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনূসও।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন