বিপিটিএমএ’র উদ্যোগে পবিত্র হজ্বে গমনেচ্ছু সদস্যদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

হজ্জ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামি সফর। হজ্জ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং সফরকারীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণপোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয়। প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আসন্ন পবিত্র হজ্ব পালনে গমনেচ্ছু বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট এসোসিয়েশন (বিপিটিএমএ) এর সকল সদস্যদের সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ হজ্বের আনুষ্ঠানিকতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আজ (২৬এপ্রিল) রাজধানী ঢাকার হাজী ওসমানগনি রোডের খালেদা টাওয়ারে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট এসোসিয়েশন (বিপিটিএমএ) এর কেন্দ্রীয় কার্যালয়ে এসোসিয়েশনের সকল সদস্যদের পক্ষ থেকে পবিত্র হজ্ব ২০২৫ পালনে গমনেচ্ছু সকল সদস্যদের সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ হজ্বের আনুষ্ঠানিকতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। 

বিপিটিএমএ'র সভাপতি মোঃ পারভেজ আলম চুন্নু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র হজ্ব পালনে গমনেচ্ছু সকল সদস্যবৃন্দ, এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ মতিন খান, হাজী জয়েন উদ্দিন আহমেদ, হাজী এস এম এন আকাস  ও হাজী মোহাম্মাদ ইউসুফ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান ফারসী, সম্মানিত মুরুব্বিগণ এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন জেবুলসহ অন্যান্য পরিচালকবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র হজ্ব পালনে গমনেচ্ছু সকল সদস্যদের সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ হজ্বের আনুষ্ঠানিকতা এবং এসোসিয়েশনের যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

মধ্যাহ্ন ভোজের পর পবিত্র হজ্ব ২০২৫ পালনে গমনেচ্ছু সকল সদস্যদেরকে বিপিটিএমএ’র পক্ষ থেকে দেয়া হয় বিশেষ উপঢৌকন। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিপিটিএমএ’র সাবেক সভাপতি মতিন খান, বিপিটিএমএ'র বর্তমান সভাপতি মোঃ পারভেজ আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন জেবুল। 

যারা হজ্বে যাচ্ছেন তাদের প্রতি দোয়া কামনা করে অনুষ্ঠানে বক্তারা বলেন,"আপনারা সবাই আমাদের ব্যবসায়ীদের সমাজের জন্য দোয়া চাইব। যাতে আমরা সবাই শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনা করতে পারি এবং যারা অসুস্থ রয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমরা আশা রাখি আগামীতে এধরনের কার্যক্রম অব্যাহত রাখা সকল চেষ্টা থাকবে।"

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন