কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বিগ ব্যাগ হিজামা সেন্টার’।
শুক্রবার বিকেলে পৌর শহরের ইসলামবাগে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলম নুর। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কুলাউড়ায় এমন একটি বিশেষায়িত হিজামা থেরাপি সেন্টার নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এটি শুধু স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে না, বরং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলম নুর জানান, সুন্নাহভিত্তিক প্রাচীন হিজামা চিকিৎসাকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে ‘বিগ ব্যাগ হিজামা সেন্টার’-এ সকল সেবার ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেন তিনি। বিগ ব্যাগ ফার্মেসি নামে স্টেশন রোডে তাদের একটি ফার্মেসিও রয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন