ইসরায়েলের হামলায় নিহত হননি খামেনির উপদেষ্টা শামখানি

gbn

ইরান ও ইসরায়েলের সংঘাত শেষ হতে না হতেই নতুন তথ্য সামনে এলো। জানা গেছে ইসরায়েলি হামলায় নিহত হননি রানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলি শামখানি। শনিবার (২৮) পুরোপুরি সুস্থ অবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় হাজির হন তিনি।

গত ১৩ জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল, বিষয়টি নিশ্চিত করে ইরানও। তবে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় তার মৃত্যুর গুঞ্জন জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদমাধ্যমে তার উপস্থিতি ও সরাসরি সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর মিললো।

 

জানা গেছে, শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান। সেই জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্যও। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করেছে আইআরআইবি

সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে ও তিনি প্রায় তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। বলেন, আমি ধ্বংসস্তূপের নিচে থেকেই ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প। কিন্তু যখন গাড়ির শব্দ শুনি, তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল।

 

তিনি আরও বলেন, আমি পুরো সময়টা সচেতন ছিলাম, কীভাবে বের হবো, তা পরিকল্পনা করছিলাম। ভয় পাইনি। পূর্বের অভিজ্ঞতা আমাকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিল।

শামখানি জোর দিয়ে বলেন, ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল। সব পরিকল্পনা আগে থেকেই করা ছিল, ও সেভাবেই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ইরান কোনো উত্তেজনা বা অনুপ্রবেশ প্রতিহত করতে দৃঢ় অবস্থানে রয়েছে। শামখানি আরও সতর্ক করেন যে, সবসময় সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। শত্রুর হুমকি প্রতিরোধে সামরিক সক্ষমতা আরও বাড়ানো দরকার।

 

এক সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও। পরে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে, তিনি খামেনির শীর্ষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন