প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ কাঁধে নিয়ে মসজিদে গেলেন ইরফান সেলিম

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিমের কারাবন্দি ছেলে ইরফান সেলিমকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। মা গুলশান আরা সেলিমের জানাজা ও  দাফনে অংশ নিতে তাকে এ মুক্তি দেয়া হয়।

সোমবার (৩০ নভেম্বর) সকালে ইরফান সেলিমের প্যারোলে মুক্তির জন্য স্বজনরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বিকেল তিনটায় ইরফান সেলিমকে মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেয়া হয়। এরপর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার দেবিদাস ঘাটের দাদী বাড়িতে। সেখানে পৌছামাত্র ইরফান সেলিম মায়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। কিছু সময় সেখানে অবস্থান করার পর মায়ের লাশ কাঁধে নিয়ে চকবাজার শাহী মসজিদে যান ইরফান সেলিম।

উল্লেখ্য, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম রোববার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু বরণ করেন। গুলশান আরা সেলিমের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার এবং মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদেও অধিষ্ঠিত ছিলেন ।

অপরদিকে, গত ২৫ অক্টোবর রাতে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজী সেলিমের একটি গাড়ি থেকে দুই-তিনজন ব্যক্তি নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহমেদ খানকে মারধর করার ঘটনা ঘটে এবং ২৬ অক্টোবর ইরফানসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলাটি করেন ওয়াসিফ আহমদ খান। এরপর র‍্যাব হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন