প্রবাসীদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে বিএনপি: এমরান চৌধুরী

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের নিরাপত্তা ও আকাঙ্খা বাস্তবায়নে জিরো টলারেন্স, সব সময় কাজ করবে বিএনপি। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা নিয়মিতভাবে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। রেমিট্যান্স যোদ্ধাদের এই অবদান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে। এটি জীবনযাত্রার মান উন্নত করতে, শিক্ষার প্রসার ঘটাতে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করতে পারে। রেমিট্যান্স যোদ্ধাদের অনুপ্রাণিত করা আমাদের অতি জরুরি।

তিনি রবিবার (২৯ জুন) বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক অস্ট্রিয়া প্রবাসী জাবের তাপাদারের স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

বিয়ানীবাজারের পৌরসভার  একটি অভিজাত হোটেলে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত সংবর্ধনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসের পুতুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদত আবু নাসের পিন্টু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আবদুল কুদ্দুস, তিলপাডা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আকতার অনীক, রাজন আহমদ, নূর উদ্দিন প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন