৬ গোলের থ্রিলারে ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে বায়ার্ন

gbn

হ্যারি কেইনের জোড়া গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে উঠেছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ।

রোববার হার্ড রক স্টেডিয়ামে উচ্ছ্বসিত সমর্থকদের সামনে আগ্রাসী ভঙ্গিতে খেললেও ফ্ল্যামেঙ্গো সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে বায়ার্ন তাদের সব অন টার্গেট শটেই গোল পায় এবং মাত্র ১০ মিনিটের মধ্যে দুটি গোল করে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

 

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। ফ্ল্যামেঙ্গোর এরিক পুলগার কর্নার কিক থেকে আসা বল ভুল করে নিজেদের জালে জড়িয়ে দেয়। আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে লিড নেয় বায়ার্ন। তিন মিনিট পর হ্যারি কেইন একটি নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন।

১৫ মিনিটে ফ্ল্যামেঙ্গো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। লুইজ আরাওহো গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু মানুয়েল নুয়্যার দারুণভাবে তা ঠেকিয়ে দেন।

 

অতিরিক্ত গরমে ‘কুলিং ব্রেক’ এর পর (৩৩ মিনিটে) ফ্ল্যামেঙ্গো একটি গোল শোধ করে (২-১)। গারসনের দুর্দান্ত শট বারের নিচে লেগে জালে ঢুকে যায়।

তবে বিরতির আগে আবার ব্যবধান বাড়ায় বায়ার্ন (৩-১)। ফ্ল্যামেঙ্গোর রক্ষণের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে লিয়ন গোরেটস্কা দুর্দান্ত শটে গোলরক্ষক অগুস্তিন রোসিকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর ফ্ল্যামেঙ্গো আবার ব্যবধান কমায় (৩-২)। মাইকেল অলিসের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে জর্জিনহো গোল করেন। উল্টো দিকে ঝাপিয়ে পড়েন বায়ার্নের গোলরক্ষক নুয়্যার।

 

এই গোলে ম্যাচের গতি কিছুটা পাল্টে যায় এবং ফ্ল্যামেঙ্গো একাধিকবার দ্রুত আক্রমণে উঠে আসে। তবে বায়ার্ন প্রতিরোধ ধরে রাখে এবং ৭৩ মিনিটে কেইন আবারও নিচু শটে রোসিকে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।

কোয়ার্টার ফাইনালে ইউরোপীয় জায়ান্টদের মধ্যে এক প্রতীক্ষিত লড়াই দেখা যাবে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)।

একই দিনে ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন