শ্রীমঙ্গল চা শ্রমিক ট্রেড ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

gbn

শ্রীমঙ্গল প্রতিনিধি //

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বৈষম্যবিরোধী বাংলাদেশে সবথেকে নিপীড়িত, বঞ্চিত অবহেলিত চা-জনগোষ্ঠী, দীর্ঘদিনের লড়াই সংগ্রামে তাদের অধিকার বাস্তবায়ন হয়নি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, এরশাদ সরকারের আমলে আমরা আন্দোলন করে অধিকার আদায় করেছি, কিন্তু আপনি চা জনগোষ্ঠীর ভূমির অধিকার দিতে আপনার সমস্যা কি, বাগানের বাইরেও অনেক জায়গা আছে যেগুলো তাদের দেওয়া যায় একই সাথে ৬০০ টাকা মজুরিসহ ১০ দফা বাস্তবায়ন করতে হবে।’

 

 

 

রবিবার (২৯ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে চা শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রথম সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য তিনি এসব কথা
বলেন। 

 

এর আগে সকাল ১০ টায় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। চা- জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, সংগীত, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে তারা তাদের বঞ্চনার ইতিহাস ও প্রতিরোধের চেতনা তুলে ধরেন। বিশেষ করে ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলন নিয়ে পরিবেশিত নাটকটি দর্শকদের আবেগাপ্লুত করে তুলে। পরে চা শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা পরিষদ মিলনাতয়নে গিয়ে শেষ হয়। এতে শ্রীমঙ্গলসহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহশ্রাধিক চা-বাগানের শ্রমিক, শিক্ষার্থী ও যুবক অংশ নেন।

 

 


সম্মেলনের পরবর্তী পর্বের আলোচনায় সবুজ তাতীর সভাপতিত্ব, এস এম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা জলি তালুকদার, মাহবুব আলমসহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ ও চা শ্রমিক প্রতিনিধিগণ।

 

 

সমাবেশে বক্তারা বলেন, ‘১৮৫ বছরের বঞ্চনা আর চলবে না। ভূমির অধিকার ও দৈনিক ৬০০ টাকা মজুরি সহ ১০ দফা দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”তাঁরা
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে চা- শ্রমিকদের ১০ দফা দাবি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।’ বক্তারা আরও বলেন, চা-শ্রমিকের সন্তান যেন আর কুঁড়েঘরে বড় না হয়, যেন শিক্ষার আলো ছুঁয়ে যায় প্রতিটি পরিবার, সেই স্বপ্ন নিয়েই আজকের সম্মেলন।’ 

 


আজকের এই সম্মেলন এক সংগ্রামের সূচনা, যা রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিকে সামনে এগিয়ে নেবে। উদ্বোধনী পর্বে চা শ্রমিক কেন্দ্রের সংগঠক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় উদ্বোধন ঘোষণা করেন-বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন