এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি। রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেননি।
মাহিরার পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।
এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মাহিরার বাবা আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহানা পারভীন বর্তমানে চরম উৎকণ্ঠায় আছেন। পরিবারের পাশাপাশি মাহিরার সহপাঠীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মাহিরার খোঁজ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপরতা শুরু করেছে।
এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। তবে আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন