জেলার খবরনির্বাচিত সংবাদ লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন By Azarbaijan || Office | 441 শেয়ার জিবিনিউজ ডেস্ক || লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 441 শেয়ার FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইলLinkedinPrint