Bangla Newspaper

বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠনের আহবান রুহিংগাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে সম্পৃক্ত করুন

67

গত ২৫ জানুয়ারী বৃটেনের সর্বদলীয় উলামা সাংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে মজলিসে কিয়াদাত এর সভায় বাংলাদেশে আশ্রিত রুহিংগাদের প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বলা হয়নির্যাতীত রুহিংগাদের বাংলাদেশ আশ্রয় দিয়ে বিশ্বের সকল জাতি ওরাষ্ট্রের প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশের সেই মানবিকউচ্চ মর্যাদা ধরে রাখতে হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘসহআন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে। স্বদেশে নিজ ভিটিতেপূর্ণনাগরিক মর্যাদা সহ নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত না করে
রুহিংগাদের প্রত্যাবাসনের উদ্যোগ তাদেরকে হত্যাকারীদের হাতেই পূনরায় তুলে দেয়ার নামান্তর হবে। বিশ্বমানবাধিকার সংস্থা সহজাতিসংঘের মহাসচিবও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ কেেছন।সভায় কক্সবাজারে রুহিংগা ক্যাম্পে বিভিন্ন এনজিও কর্তক উত্তেজনাসৃষ্টিতেইন্ধন যোগানো ও ধর্মান্তর করণের অভিযোগের ব্যাপারেও সরকারকে সথোচিত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।সংগঠনের সভাপতি মাওলানা এক মওদুদ হাসান এর সভাপতিত্বে ওসেক্রেটারী মাওলানা আবদুল হাই খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেনওয়ার্ল্ড পিস ফেডারেশনের চেয়ারপার্সন ড. শেখ রামজী, ইস্ট লন্ডন মসজিদেরখতীব শায়খ মাওলানা আবদুল কাইয়ূম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্কএর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, মাজাহিরুল উলুম লন্ডন এরচেয়ারম্যান শায়খ মাওলানা জমশেদ আলী, আলহুদা ইসলামিক সেন্টারেরচেয়ারম্যান ও সেইভ রুহিংগা ইউকের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাওলানাআবদুল কাদির সালেহ, মারকাজুলউলুম লন্ডনের চেয়ারম্যান মাওলানা শুয়াইবআহমদ, আল-কুরআন রিসার্চ সেন্টার লন্ডন এর চেয়ারম্যান হাফিজ মাওলানাশফিকুর রহমান, আল-আকসা মসজিদের খতিব, মাওলানা সাদিকুর রহমান,বাংলাদেশী মুসলিমস ইউকের অন্যতম নেতা মাওলানা মুমিনুল ইসলামফারুকী, ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান,মুসলিম চাপলিস মাওলানা রেজাউল করিম, বাংলাদেশী মুসলিমস্ধসঢ়; ইউকেরনেতা মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা আবদুল মনিম চৌধুরী ওমাওলানা আবদুলমুকিত প্রমুখ।সভায় বৃটেনে শিক্ষা কারিকুলামে প্রাইমারী লেভেল থেকে সেক্স এডুকেশনসংযুক্ত করার প্রক্রিয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে সিগনেচার ক্যাম্পেইন ও জনমত গঠনের আহবান জানানো হয়।

Comments
Loading...