সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
===================================
বিকেলের আকাশ হঠাৎ ভিজে ওঠে,
মনে হয় যেন অচেনা কোনো পাখি
ডানার ভেতর জমিয়ে রেখেছিল নোনা জল।
সেই জল ছুঁয়ে যায় আমার চুল, আমার চোখ,
আমার দীর্ঘ একাকীত্বের ভেতরেও।
আমি হাঁটছিলাম ভেজা রাস্তায়—
কাদাজলে প্রতিফলিত শহরের আলো কেঁপে উঠছিল
মনে হচ্ছিল, প্রতিটি ফোঁটা একেকটি ডাকঘর,
যেখানে আমার নামে জমে আছে অগণিত চিঠি,
কেউ লিখে রেখেছে শুধু শব্দহীন আকুলতা।
বৃষ্টি পাখি উড়ে আসে,
ডানার ছায়ায় ঢেকে দেয় আমার বুকের ধ্বনি।
তারপর হঠাৎই আমি বুঝি—
ভেজা মানেই দুঃখ নয়,
ভিজে যাওয়া মানেই ডুবে যাওয়া নয়,
বরং এ এক অদ্ভুত পুনর্জন্ম।
বৃষ্টি পাখি ছুঁয়েছে আমায়,
আর আমি হঠাৎই শিখে ফেলি—
অশ্রুর মতোই নির্মল হতে পারে হাসি,
নীরবতার ভেতরও জন্ম নিতে পারে ঝর্ণা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন