সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
---------------------------------------------------------
ঢাকা, তুমি এক বিস্ময়কর আঙুরলতার মতো,
যার শিকড় ক্লান্ত মানুষের ঘামে ভেজা মাটিতে,
আর শাখাপ্রশাখা ছড়িয়ে আছে
স্বপ্নের আকাশ ছোঁয়া ভবনে, ঝলমলে আলোয়।
তুমি কখনও শঙ্খের মতো কোলাহল,
কখনও পূর্ণিমা-রাতের নিস্তব্ধতায়
একটি রিকশার ঝংকার।
তোমার বুকজুড়ে ছুটে চলে হাজারো পথ,
সেই পথে হেঁটে যায় আশা, ব্যথা, প্রেম—
সব একাকার হয়ে যায় ধুলোমাখা বাতাসে।
ঢাকা, তুমি একাধারে অগ্নি আর অঞ্জলি—
যেখানে ট্রাফিকের জট যেন সময়ের ফাঁদ,
তবু সেই জটের মাঝেই জন্ম নেয়
একটি ক্ষুদ্র হাসি, এক ফোঁটা প্রেম,
একটি চায়ের কাপে আড্ডার গোপন কবিতা।
তুমি বৈপরীত্যের মহাকাব্য,
একদিকে ঝলমলে স্বপ্নের প্রাসাদ,
অন্যদিকে অন্ধকার গলিতে জমে থাকা দুঃখের ছায়া।
তবু এই বিপরীত রেখাগুলোই
তোমাকে গড়ে তোলে তিলোত্তমা—
রঙের, বেদনার, আশার এক অমোঘ মিশ্রণ।
ঢাকা, তুমি শুধু আমার শহর নও,
তুমি আমার ভেতরের এক অন্তহীন কবিতা,
যার প্রতিটি লাইনে লুকানো আছে
হৃদয়ের কোলাহল, চোখের জল,
আর একরাশ অনন্ত প্রেম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন