সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড ||
ধানখেতের সবুজে যে আলোর রেখা
আজ ভেসে যায় শান্তির ঢেউ হয়ে
সেই আলো জন্ম নিয়েছিল
রক্তমাখা ডিসেম্বরের ঢালে,
যখন ধানশীষ মাথা নত করেনি,
বরং হাওয়ার সঙ্গে বলেছিল
“আমরা টিকে থাকব।”
গ্রামের কাঁচা রাস্তায়
যে শিশুরা দৌড়ে যায়
তাদের হাসি যেন যুদ্ধ-পরবর্তী বৃষ্টি,
পুড়ে যাওয়া সময়ের ওপর
নতুন জীবনের ছিটেফোঁটা।
কোনো অলৌকিকতা নেই,
কিন্তু আছে মাটির শক্তি-
যে মাটি ধরে রেখেছিল অগণিত নামহীন বীর,
যাদের রক্তে তৈরি হয়েছে
আজকের সবুজের গভীরতা,
শস্যের নরম নাচ,
আর স্বাধীনতার ধ্বনিত গ্রাম্যপ্রভা।
ধানখেতের ওপর পাখির ছায়া পড়লে
লাগে যেন ইতিহাস উড়ে যাচ্ছে-
গন্তব্যহীন, অথচ পরিচিত।
১৬ ডিসেম্বরের এই দিন
মনে করিয়ে দেয়
জয়ের অর্থ শুধু শত্রুকে পরাজিত করা নয়
জয় মানে ফিরে পাওয়া মাটি,
নিজেকে খুঁজে পাওয়া,
আর ভবিষ্যৎকে
এক নিঃশব্দ প্রতিশ্রুতির মতো
আবার নতুন করে লেখা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন