সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
--------------------------------------------------------------------
কফির কাপে ঠোঁট ছুঁই,
তিতকুটে স্বাদ আমাকে শেখায়—
সব শূন্যতা শেষ পর্যন্ত
মিষ্টি হয়ে ওঠে সময়ের ভেতর।
নিসঃসঙ্গতা এখানে শত্রু নয়,
বরং নীরব সঙ্গীত।
শহরের হর্ন, মানুষের হাঁকডাক,
সবই রয়ে যায় দূরে।
আমার জানলার ধারে কেবল
কফির ধোঁয়া আর নীরবতা।
যেন পৃথিবী থেমে গেছে
এই ছোট্ট টেবিলের চারপাশে।
চোখ রাখি কফির ভেতর—
গাঢ় রঙ, গভীর অন্ধকার,
যেন নিজের ভেতরের অস্পষ্ট আয়না।
তাতে দেখি প্রশ্নহীন আমি,
আর পাই উত্তরহীন শান্তি।
একাকীত্ব কখনো কাঁটার মতো,
কখনো কোমল চাদরের মতো।
আজ সেটা চাদর—
কফির উষ্ণতায় মুড়ে
আমি নিজেকে খুঁজে পাই
আরেকটু নতুন করে।
ঘড়ির কাঁটা টিকটিক করছে,
কিন্তু সময় যেন থেমে আছে।
এক চুমুকের ভেতর
অসংখ্য অপ্রকাশিত গল্প লুকিয়ে থাকে।
আমি শুনি,
আর নিসঃসঙ্গতা হয়ে ওঠে
সবচেয়ে আপন শ্রোতা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন