সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড ||
======================
ক্ষমা করে দিও হাদি,
আমরা এখনো
ঠিকভাবে শিখে উঠতে পারিনি
কিভাবে বাঁচতে হয়
গুলির শব্দের মাঝখানে।
একটা বুলেট
থামিয়ে দিল তোমাকে
অথচ
ওটা থামাতে পারেনি
সময়কে,
রাগকে,
এই শহরের কাঁপতে থাকা বুককে।
শরিফ ওসমান হাদি-
নামটা এখন
খবরের কাগজে,
ফেসবুকের কালো ফ্রেমে,
আর মায়ের চোখের ভেজা পাতায়
একই সঙ্গে ঝুলে আছে।
জুলাই কি তবে
মৃত্যুরই আরেক নাম?
নাকি
আমাদের ব্যর্থতার মাস,
যেখানে আমরা
একজনকে বাঁচাতে পারিনি
আর বাকিরা
বেঁচে থেকেও অপরাধী হয়ে রইলাম?
তুমি পড়ে গেলে, হাদি,
আর আমরা
দাঁড়িয়ে দাঁড়িয়ে
নিজেদের ভিতর
একটা করে মৃত্যু লুকিয়ে ফেললাম।
ক্ষমা করে দিও
আমরা তোমাকে
ফুল দিতে শিখেছি,
কিন্তু
ঢাল হয়ে দাঁড়াতে পারিনি।
আবারও জুলাই আসবে
কিন্তু তুমি আর আসবে না।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন