সিলেটে কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় শাবি’র ছাত্র গ্রেফতারে তোলপাড় চলছে

জিবিনিউজ24 ডেস্ক || বিয়ের প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের এক কলেজছাত্রীকে সিলেট এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় শাবি’র ছাত্র গ্রেফতারে সিলেটে তোলপাড় চলছে।
রবিবার সিলেটের আখালিয়া এলাকার একটি মেস থেকে ওই ছাত্রকে গ্রেফতার করা হয় বলে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান।
এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই কলেজছাত্রী।
আটক সাইফুল সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্ব পাড়ার আকরম আলীর ছেলে। সে শাবির ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানায়, মেসে টানা তিন দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের পর কাজি অফিসে গিয়ে বিয়ের কাজ সম্পন্ন করার কথা বলে সাইফুল। কৌশলে মাইক্রোবাসে তুলে রবিবার বিকেলে ফের সুনামগঞ্জ বাস ষ্টেশনে আমাকে ফেলে রেখে পালিয়ে যায়।