ওসমান হাদির মৃত্যুতে বিনোদন জগতের তারকাদের শোক ও সম্মান

gbn

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির লড়াকু যোদ্ধা ও জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। সন্ত্রাসী হামলায় এ ক্ষণজন্মার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানেন এ বিপ্লবী তরুণ নেতা।

ইনকিলাব মঞ্চের এ মুখপাত্রের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে সারা দেশ। শোকের ছায়া নেমে আসে দেশের বিনোদন জগতেও। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা।

 

তিশা, অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজের শ্রদ্ধা জানিয়েছেন। তিশা লিখেছেন, শহীদ ওসমান হাদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।

আশফাক নিপুন, পরিচালক

ওসমান হাদির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ঢালিউড নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, ‘ওসমান হাদি, শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই তারা থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

ওসমান হাদির মৃত্যু কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আশফাক নিপুন আরও লিখেছেন, শহীদ ওসমান হাদির অকালমৃত্যুর প্রতিবাদের ভাষা ভাঙচুর ও নৈরাজ্য হতে পারে না। এ মুহূর্তে সবার এক থাকা প্রয়োজন। দেশে বিশৃঙ্খলা যারা করতে চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের ফাঁদে পা দিয়ে দেশের সম্পদের আর ভবিষ্যতের বারোটা বাজাবেন না।

 

সিয়াম আহমেদ, অভিনেতা

ওসমান হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’

আরশ খান, অভিনেতা

ক্ষমতা ও জীবনের মূল্য নিয়ে তরুণ অভিনেতা আরশ খান লিখেছেন, একটা একটা করে নিভে যাওয়া বাতিকে যে যাই পরিচয় দাও, সবাই দেশের অংশ ছিল। কোনো না কোনো মায়ের সন্তান ছিল। একদিন জিতে যাবে ক্ষমতা, কিন্তু দেখবে পৃথিবীটাই থেমে গেল।

রুকাইয়া জাহান চমক, অভিনেত্রী

হাদির মৃত্যুতে মর্মাহত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো, শহীদ-বীর শরিফ ওসমান হাদি। অভিনেত্রী আরও লিখেছেন—সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি। তবু—সামান্য কথার দায়ে, একটা জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে?

রুকাইয়া জাহান চমক বলেন, যে বাকস্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান—আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে?—এই প্রশ্নটা এখনই, নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়।

তিনি বলেন, আমি হাদিকে কোনো দিন সামনাসামনি দেখিনি। ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবু আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি। শরিফ ওসমান হাদি (১৯৯৩–ইনফিনিটি)।

পিয়া জান্নাতুল, অভিনেত্রী

ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লিখেছেন, এটা সত্যিই খুব কষ্টের আর একেবারেই মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর তার শোকাহত পরিবারকে, বিশেষ করে তার ছোট্ট বাচ্চাকে ধৈর্য, শক্তি আর সান্ত্বনা দেন।

অভিনেত্রী বলেন, তিনি যেই হোন না কেন, আমরা এমন একটা ভবিষ্যৎ চাই, যেখানে রাজনীতি হবে ভালো, মানবিক আর দায়িত্বশীল; যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে। এভাবে প্রাণ ঝরে যাওয়া কখনোই স্বাভাবিক হয়ে যাওয়া উচিত না।

নাসির উদ্দিন খান, অভিনেতা

জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান লিখেছেন, ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার, তার ছোট্ট বাবুটা এই শোক কাটিয়ে উঠুক। রাজনৈতিক দুরভিসন্ধি, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক অস্থিরতা দূর হোক। দেশে শান্তি ফিরে আসুক হে দয়াময়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন