পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি

gbn

পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে জার্মানিতে বসবাসের অনুমতি দেওয়া হবে বলে জার্মান সরকার বৃহস্পতিবার জানিয়েছে। আগে তাদের জার্মানিতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আরএনডি মিডিয়া নেটওয়ার্ককে বলেছেন, বার্লিন চায় ‘ডিসেম্বরে যতটা সম্ভব’ এসব মামলার প্রক্রিয়া শেষ করতে, যাতে সংশ্লিষ্ট আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকদের আগের জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির আওতায় নেওয়া হয়েছিল।

তবে মে মাসে রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস দায়িত্ব নেওয়ার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানে আটকা পড়েন।

 

কর্মসূচির অন্তর্ভুক্তদের মধ্যে কেউ কেউ আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযানে জার্মান সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছেন। আবার কেউ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বিশেষ ঝুঁকিতে রয়েছেন।

পাকিস্তান বছরের শেষ নাগাদ এসব মামলার নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছিল।

এরপর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ছিল। ডোব্রিন্ট জানান, এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে এবং কিছু মামলা নতুন বছরে গিয়ে সমাধান করতে হতে পারে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির আওতায় থাকা ৬৫০ জনকে বলা হয়েছে তারা আর জার্মানিতে প্রবেশের অনুমতি পাবেন না, কারণ নতুন সরকার মনে করছে এটি আর জার্মানির স্বার্থে নয়।

 

সরকার পাকিস্তানে থাকা ব্যক্তিদের জার্মানিতে বসবাসের দাবি ত্যাগের বিনিময়ে অর্থ প্রস্তাবও দিয়েছে।

তবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৬২ জন সেই প্রস্তাব গ্রহণ করেছেন। এ মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২৫০টির বেশি সংস্থা জানিয়েছে, কর্মসূচির আওতাধীন প্রায় ১ হাজার ৮০০ আফগান নাগরিক পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন