ওসমান হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

gbn

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় হাইকমিশন হাদির পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছে।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত জানিয়ে এই কঠিন সময়ে শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন। হাদির মৃত্যুর পর তার প্রতি আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক শোকের আবহ সৃষ্টি হয়েছে।
 
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

আজ সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে ফ্লাইটটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন