শেষ হলো ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শ্যুটিং

gbn

হলিউডের জনপ্রিয় সুপারহিরো সিনেমা স্পাইডার ম্যানের পরবর্তী সিক্যুয়েল ‘স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে’র শ্যুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে জানা গেল সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সিনেমাটির পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ৩১ জুলাই।

টম হল্যান্ড

সুপারহিরো কাহিনীর উপর নির্মিত এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষনার পর থেকে ভক্তদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দেয়া আরেকটি পোস্টে পরিচালক ক্রেটন সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের প্রশংসা করে নির্মাতা লেখেন, ‘পর্দার ভেতরে এবং বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। বড় পর্দায় তোমার এই দুর্দান্ত কাজটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

ক্রেটন আরও জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে এই সিনেমাটি।

নতুন এই সিক্যুয়েলে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো। এ ছাড়াও ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল এবং ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ এর স্করপিয়ন চরিত্রে মাইকেল মান্ডোকে দেখা যাবে।

জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্কও যুক্ত হয়েছেন এই সিনেমায়। বরাবরের মতো এমজে এবং নেড চরিত্রে জেনডায়া ও জেকব বাটালনকে দেখা যাবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন