ওসমান হাদিকে বিপিএলের জার্সি উৎসর্গ রাজশাহীর

gbn

শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের জার্সি উৎসর্গ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

হাদির প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানও না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। হাদির ছবি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে তারা লিখেছে, ‘প্রিয় সমর্থকবৃন্দ, ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলসমূহে জার্সিটি আনভেল করা হবে।’

 

 

গত ১২ ডিসেম্বর গুলিবদ্ধ হন হাদি। গত এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে সিঙ্গাপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। আজ (শনিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয় হাদিকে।

 

আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। আর ৬ দলের ফাইনাল হওয়ার কথা রয়েছে ২৩ জানুয়ারি মিরপুরে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন