গ্রাউন্ড গ্যালারি 

শরীফুল আলম । নিউইয়র্ক । মার্কিন যুক্তরাষ্ট্র । 

=====================================

তার শরীরে ছিল ফরাসি চামড়ার শুভ্রতা  , 

তার সুন্দর দেখে পাখীরাও প্রশ্ন তোলে 

শাপলার মত হলে কি এমন ক্ষতি ছিল ?

কিম্বা শ্রাবণের মেঘ ? 

মূলত সে ছিল ছন্দে বাঁধা নির্জন প্রহরের মুগ্ধতা । 

 

ধরে নাও ,  যদি আর কোনদিন আমাদের কথা না হয় 

কিম্বা আর কোনদিন আমাদের দেখা না হয় 

সেদিনও নীল নীল প্রজাপতি উড়ে যাবে মগ্ন হয়ে 

তখনও তুমি রইবে আমার পশতু আখরোট পূর্ণ সময়ে । 

 

ক্রমান্নয়ে জিতে যাচ্ছে তোমার সমস্ত অভিযোগ 

বলতে পার উড়ে যাচ্ছো তুমি গাংচিল তিতাস বেয়ে , 

তুমি এখনও আমার অদেখা ভাগ্যের মত 

রূপকথা সত্যের মত 

হঠাৎ অবাক করার মত 

ধুকপুক মনে জলঝরা বৃষ্টির মত । 

 

আমি শুয়ে আছি 

শুয়ে শুয়ে আকাশ দেখার কাজটিও সেরে নিচ্ছি 

এখানে এখন শৈত্যপ্রবাহ নেই 

এখানে সেখানে উদাসীন সহবস্থান 

আর আমি ? 

জটিল স্থাপত্য থেকে নিজেকে ক্রমান্নয়ে সরিয়ে নিচ্ছি 

পাখির মিহিসুর 

তাদের করতালি 

কিচিরমিচির প্রণয় , 

মনে হয় ওরা বরণ উৎসব করছে 

কিম্বা কিঞ্চিৎ প্রণয় উৎসব ।

 

আমি এখন নীল নীল আকাশ দেখি 

মেঘেদের সাথে রঙ দেখি 

রঙের সাথে রামধনু দেখি 

অথচ এখনও তুমি পিরামিডের ইতিহাস পড় 

মোনালিসার চিত্রকর্ম 

আর আমি শুয়ে আছি 

অ্যাবষ্ট্র্যাক্ট ছবির গ্রাউন্ড গ্যালারিতে ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন