সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
উর্দু সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ঢাকার নওয়াব পরিবারের অবদান শীর্ষক একটি সেমিনার ও মুশায়েরা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে ঢাকাইয়া উর্দু যুবান এবং সাহিত্য ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে "উর্দু সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ঢাকার নবাব পরিবারের অবদান" শীর্ষক একটি সেমিনার ও মুশায়েরা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উর্দু বিভাগের সাবেক অধ্যাপিকা ডঃ জিনাত আরা সিরাজী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ডঃ মোহাম্মদ গোলাম রাব্বানী ও অধ্যাপক ডঃ রশিদ খান, বাংলাদেশ যাদুঘরের সাবেক পরিচালক ডঃ মোহাম্মদ আলমগীর, ব্যারিস্টার সাদিয়া আরমান, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ রায়হান হুসাইন, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সেলস এন্ড মার্কেটিং স্পেশালিষ্ট খাজা জাভেদ হাসান, রন্ধন শিল্পী শাহনাজ প্রমুখ।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা সমিতির সাবেক মহাসচিব আবু হুরায়রা এবং সঞ্চালনা করেন ফ্যাশন ডিজাইনার জান্নাতুল ফেরদৌস।
সেমিনারে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ দেলোয়ার হোসেন ও নবাব পরিবারের সদস্য খাজা সেলিমের লেখা উর্দু নাত শরিফ পেশ করেন সৈয়দ নাজমুল হাসান।
সেমিনারে উর্দু সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ঢাকা নবাব পরিবারের উর্দু ভাষা ও সাহিত্য শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ মোহাম্মদ আলমগীর।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সেলস এন্ড মার্কেটিং স্পেশালিষ্ট খাজা জাভেদ হাসান।
সেমিনারে বক্তারা বলেন,” ঢাকার ইতিহাস বহু প্রাচীন। এখানকার উর্দু সাহিত্য অনেক সমৃদ্ধশালী। ঢাকার নবাব পরিবারে উর্দূ ও ফার্সী ভাষায় রচিত তৎকালীন সাহিত্যে বহু কবিতা ও গজল রচিত হয়েছে। বর্তমানে ঢাকাইয়া উর্দূ বিলুপ্তীর পথে। তাই এই ভাষাকে রক্ষা করা এবং এর চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। বর্তমানে ঢাকাইয়া উর্দূ যুবান গ্রুপ ঢাকাইয়াদের উর্দূ ভাষা নিয়ে কাজ করে যাচ্ছে।
সেমিনারের দ্বিতীয় পর্বে মুশায়েরা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন