বিয়ানীবাজারে মাথিউরা ইউপি চেয়ারম্যান কারাগারে

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সোমবার দুপুরে সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজেস্টেট আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
 

 

 

মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন গত মে মাসে প্রথম দিকে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। সোমবার সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজেস্টেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁর আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন গত ১৯ মে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হন। গত বছরের ২০ আগস্ট গুলিতে নিহত তারেক আহমদের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন চেয়ারম্যান আমান উদ্দিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন