ইন্টার মিলানকে বিদায় করে কোয়ার্টারে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স

gbn

ক্লাব বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে চলেছে ব্রাজিলের ক্লাবগুলো। এবার সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারিয়ে অঘটনের জন্ম দিলো ব্রাজিলের দল ফ্লুমিনেন্স।

সোমবার রাতে ইউরোপীয় জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে বিদায় করেছে ফ্লুমিনেন্স। এই জয়ে তারা নাম লিখিয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

 

লাউতারো মার্টিনেজ, ডামফ্রিস, সমারদের নিয়ে গড়া শক্তিশালী ইন্টারের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ম্যাচের তৃতীয় মিনিটে এক ডিফ্লেকটেড ক্রস থেকে হেডে বল জালে জড়ান জার্মান কানো। ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পায়ের ফাঁক দিয়ে হয় গোলটি। এর পর থেকেই যেন ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ব্রাজিলিয়ানদের হাতে।

ফ্লুমিনেন্স কোচ রেনাতো তিন ডিফেন্ডার নিয়ে দল সাজিয়ে যে কৌশল নেন, তা পুরোপুরি সফল হয়। ইন্টার মিলান বল দখলে আধিপত্য রাখলেও আক্রমণে ছিল নিষ্প্রভ। বরং ফ্লুমিনেন্স বেশ কয়েকটি সুযোগ তৈরি করে, বিশেষ করে কলম্বিয়ান ফরোয়ার্ড জন আরিয়াস ইন্টার ডিফেন্সকে নানাভাবে ব্যস্ত করে রাখেন।

 

৩৯তম মিনিটেই ২-০ গোলে এগিয়ে যেতে পারতো ফ্লুমিনেন্স। ইগনাসিও হেড থেকে গোল পেয়েছিলেন, কিন্তু ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে। স্টেফান ডি ভ্রিজ কাছাকাছি থেকে সুযোগ মিস করেন, ফ্যাবিও দারুণভাবে সেবাস্তিয়ানো এসপোসিতোর শট ঠেকান এবং লাউতারো মার্টিনেজ গোলপোস্টে বল মারেন।

শেষ পর্যন্ত সব উত্তেজনার আগুনে জল ঢেলে দেন হারকিউলিস। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বক্সের প্রান্ত থেকে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন তিনি। উল্লাসে মাতেন থিয়াগো সিলভারা।

 

 

 

কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি অথবা আল হিলালের। ম্যাচটি মাঠে গড়াবে আগামী শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন