শাবিপ্রবি প্রতিনিধি //
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দফায় দফায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে থেকে মশাল মিছিল নিয়ে মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নীরব ভ‚মিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় ‘চবিতে হামলা করে, ইন্টেরিম কি করে’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে’, ‘আমার ভাইয়ের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে’ ইত্যাদি স্লোগান দেন তারা।
সমাবেশে সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের দলমত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা একতাবদ্ধভাবে মোকাবেলা করবো।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ একটি ক্যাম্পাস পাবো। কিন্তু পতিত ষড়যন্ত্রকারীরা আবারও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, আজ সেই শিক্ষার্থীদের রক্ত ঝড়ছে অথচ প্রশাসন নীরব। যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে স্বসম্মানে চলে যান।’
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে শাবিপ্রবি শিক্ষার্থী মো. আবু নাসিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুরোপুরি ব্যর্থ। তারা নতুন বাংলাদেশকে ঢেলে সাজাতে ব্যর্থ হয়েছে এবং গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষাকে ব্যর্থ করেছে। যদি অর্জিত স্বাধীনতাকে আপনারা সমুন্নত রাখতে না পারেন তাহলে আপনাদেরকে বিদায় করে আমরা জাতীয় কিংবা বিপ্লবী সরকার গঠন করবো।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন