শপথ গ্রহণ করেছেন একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা

# সৈয়দ নাজমুল হাসান, ঢাকা।।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার পর জাতীয় সংসদের শপথ কক্ষে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী নতুন এমপিরা শপথ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানের শুরুতেই দশম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদের এমপি হিসেবে নিজের কাছে নিজে শপথ নেন এবং শপথপত্রে সই করেন। এরপর নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান তিনি।
প্রথমে সংখ্যগরিষ্ঠ দল আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের কয়েকজন এমপি হিসেবে শপথ নেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন সংসদ সচিব জাফর আহমেদ খান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিতদের কাউকে প্রথম দফার শপথের সময় সংসদে দেখা যায়নি।