ব্রিকলেনে বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে-বিপক্ষে শুরু হচ্ছে ১২দিনের 'পাবলিক ইনকোয়ারি: অংশগ্রহণ করতে কমিউনিটির প্রতি আহবান

gbn

জিবি নিউজ ||লন্ডন, ২৯ আগস্ট ২০২৫ ||

ব্রিকলেনের ট্রম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে-বিপক্ষে জনগনের মতামত জানতে যুক্তরাজ্য সরকারের পক্ষে টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিল আয়োজন করছে ১২দিনের বিশেষ  'পাবলিক ইনকোয়ারি' । এই ইনকোয়ারি পুর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী ১৪ অক্টোবর শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত ।  এতে অংশগ্রহণ করে নিজেদের মতামত তুলে ধরতে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন সেইভ ব্রিকলেন ক্যাম্পেইন গ্রুপের নেতৃবৃন্দ।

২৯ আগস্ট শুক্রবার দুপুরে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ হাসন রাজা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়।   টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার ও সেইভ ব্রিকলেন গ্রুপের ক্যাম্পইনার পুরু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজিল শফিক।

এসময় বক্তব্য রাখেন শর্ডিস টেনেন্ট এন্ড রেসিডেন্ট এসিয়েসিয়েশনের সাবেক চেয়ারম্যান জনাথন মৌলবেরি, স্পিটালফিল্ড ট্রাস্টের চেয়ারম্যান চার্লস গ্লেডহিল, হাউজিং আর্কিটেক্ট জন ব্রেল, বেঙ্গলী ইস্ট এন্ড হ্যারিটেজ সোসাইটির সদস্য সায়েফ ওসমানী, স্থানীয় ক্যাম্পেইনার ফয়সল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশনের ট্রাস্টি আব্দুস শাকুর খালিসাদার ও চিকসেন্ড এস্টেট রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ডেবা মালিক।

  লিখিত বক্তব্যে বলা হয়, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিয়ে এ ব্যাপারে একটি কর্মশালা আয়োজন করা হবে । ওই কর্মশালায় 'কীভাবে পাবলিক ইনকুয়ারি পরিচালিত হবে এবং জনগন কী ভুমিকা পালন করবে' সে ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।  ড. তানজিল শফিক এই কর্মশালা পরিচালনা করবেন।

এতে গত ১৮ জুলাই একই বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ ও প্রচার করে ক্যাম্পেইনে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় । তাছাড়া ৩১ জুলাই টাউন হলের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ৩১ জুলাই টাউন হলে প্লানিং কমিটির সভায় অ্যাসপায়ার, লেবার ও ইন্ডিপেন্ডেন্ট তিন দলের কাউন্সিলারগণ ট্যূম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন। তাই ওইদিনের সভায় ট্যুম্যান এস্টেটসের চারটি আবেদনই খারিজ হয়ে যায় । এটি আমাদের প্রাথমিক বিজয়। কিন্ত দু:খজনক হলেও সত্য, এতে কিন্ত ট্যুম্যান এস্টেটস কর্তৃপক্ষ বসে থাকেনি । তারা সিদ্ধান্তের বিরুদ্ধে প্ল্যানিং ইন্সপেক্টরেট-এর কাছে অ্যাপলি করেছে । এর জবাবে ‘সেভ ব্রিকলেন’ ক্যাম্পেইন আইনি চ্যালেঞ্জ শুরু করেছে এবং আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ১২ দিনের পাবলিক ইনকোয়ারিতে 'রুল-৬ পার্টি' হিসেবে অংশ নেবে । ইতিমধ্যে আইনজীবী, ব্যারিস্টার এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিযুক্ত কিংস কাউন্সেলের (কেসি)  নেতৃত্বে শক্তিশালী আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে ।

ট্যুম্যান এস্টেটসের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় শত শত ইউনিট তৈরির ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে মাত্র ৬টি সোশ্যাল হাউজিং রাখা হয়েছে।  এখানে অফিস ও বাণিজ্যিক স্পেসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাবলিক ইনকুয়ারিতে জনগনের মতামত তাদের পক্ষে চলে গেলে ব্রিকলেন এলাকার ব্যক্তি-মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে । উচ্ছেদের ঝুঁকিতে পড়বে কমিউনিটি।

এর বিপরীতে স্থানীয় জনগণ একটি 'বিকল্প ব্রিকলেন' মাস্টারপ্ল্যান উপস্থাপন করেছে। এই পরিকল্পনা বাসিন্দাদের সঙ্গে যৌথভাবে তৈরি এবং টাওয়ার হ্যামলেটসের মেয়রের সমর্থনপ্রাপ্ত । এই পরিকল্পনায় প্রকৃত অর্থে সহনীয় ভাড়ার হাউজিং, কমিউনিটি ও ক্ষুদ্র ব্যবসার সুযোগ সুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই ক্যাম্পেইন পরিচালনায় খরচ হবে প্রায় ৩০ হাজার পাউণ্ড । তাই তারা ফান্ড সংগ্রহ করছেন। ইতোমধ্যে ১০ হাজার পাউণ্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে । প্রয়োজন এখনও ২০ হাজার পাউন্ড। তাই বাকি ২০ হাজার পাউন্ড সংগ্রহে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক পাবলিক ইনকুয়ারি শুরু হওয়ার আগের দিন ব্রিকলেনের প্রবেশদ্বার থেকে শেষপ্রান্ত পর্যন্ত একটি পাবলিক রেলি আয়োজনের আহবান জানিয়ে বলেন, এতে করে বিষয়টির প্রতি মিডিয়ার আকর্ষণ বৃদ্ধি পাবে। আর মিডিয়া যখন গুরুত্বসহ সংবাদ প্রচার করবে তখন জনগণ এই পাবলিক ইনকুয়ারিতে অংশগ্রহণের গুরুত্ব অনুধাবন করতে পারবে। জবাবে আয়োজকরা এই প্রস্তাবকে সময়োপযোগী উল্লেখ করে তা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন