নেতানিয়াহু এবং ট্রাম্প ‘গণহত্যা পুরস্কারের যোগ্য’

gbn

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গণহত্যা পুরস্কারের যোগ্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেভি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলের বাইরে আর কেউ এতটা দায়ী নন। খবর আল জাজিরার। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক কলামে লেভি লিখেছেন, ট্রাম্প কেবল একটি ফোনকলের মাধ্যমে যুদ্ধ শেষ করতে পারেন। কিন্তু তিনি তা করতে পারেননি।

 

তিনি আরও বলেন, ট্রাম্প কেবল সেটা করেননি এমন নয় বরং তিনি ইসরায়েলকে এমনভাবে তহবিল, অস্ত্র এবং সমর্থন দিয়ে চলেছেন যেন কিছুই ঘটছে না।

লেভি বলেন, নেতানিয়াহু এবং ট্রাম্প যদি কোনো পুরস্কারের যোগ্য হন, তবে এটি এমন একটি পুরস্কার যা ভাগ্যক্রমে এখেনো প্রতিষ্ঠিত হয়নি। সেটা হলো ‘গণহত্যা পুরস্কার’।

 

গাজায় প্রায় দুই বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেখানে দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে অসহায় ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। শিশুরা খাবারের জন্য আর্তনাদ করছে।

স্থানীয় সময় রোববার সকালে গাজায় আরও ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একদিন আগেই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারায় যাদের মধ্যে ১১ জন ত্রাণের অপেক্ষায় ছিলেন।

গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৩ হাজার ৩৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন