মৌলভীবাজারে ৭ যুবকের জে*ল, কি তাদের অপরাধ!

gbn

মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

অভিযানে মাদক সেবনের দায়ে মো. হৃদয় (২০), নিকুঞ্জ শব্দকর (২৮), মো. শফিকুল ইসলাম (২৭), মো. পাবেল (২৯), ইকবাল মিয়া (২৫), রুবেল মিয়া (২৯) ও ইমন মিয়া ওরফে সাইফুলকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

 

রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন