লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডাইরেক্টর পদে নিয়োগ পেলেন কমিউনিটির ৩ মেধাবী মুখ

gbn

জিবি নিউজ ||

লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডাইরেক্টর নিয়োগ পেলেন কমিউনিটির ৩ মেধাবী স্পোর্টস সংগঠক। তারা হলেন, লোকাল গভর্নমেন্ট অফিসার ও ক্রিকেটার আমিনুর রহমান, ক্রিকেট সংগঠক আবুল হায়াত বাপ্পি, ব‍্যবসায়ী ও ক্রিকেটার রাসেল আহমেদ। তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিলো লন্ডন স্পোর্টিফের ব‍্যবস্থাপনা পর্ষদ।

বৃহস্পতিবার ইস্ট লন্ডনে এ নিয়ে এক সাইনিং শিরোমণি আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল ফুল দিয়ে নতুন ৩ ডাইরেক্টরকে বরন করেন। ক্লাব সেক্রেটারি মুহিবুল আলমের পরিচালনায় নতুন ডাইরেক্টদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ভাইস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিল, ট্রেজারার মুহাম্মদ আতিকুর রহমান, ক্লাব ম্যানেজার মুহি মিকদাদ, কালিম উদ্দিন, ইভেন্ট সেক্রেটারি ফরহাদ উদ্দিন, কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ, ক্রিকেট ম্যানেজার রেজাউল কবির ও স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার কালিম উদ্দিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন