সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ৯০টি গরু 'গায়েব' : মামলার নির্দেশ

gbn

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ //

সুনামগঞ্জে বিজিবি জব্দকৃত ৯০ ভারতীয় গরু 'গায়েবের' ঘটনায় ৫ জিম্মাদারসহ দায়ীদের বিরুদ্ধে  ৩ দিনের মধ্যে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। 


রবিবার (৩১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জসিম উদ্দিন এ আদেশ দেন।

 

 


আদেশে বলা হয়, বিজিবি জব্দকৃত ৯০টি গরু যেহেতু জেলাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৫ জন জিম্মাদারের কাছে জিম্মা দেয়া হয় এবং পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্তে গিয়ে সেই গরুগুলোর হদিস না পাওয়ায় আদালত গরুর বিস্তারিত বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হলে আটককৃত ভারতীয় গরু আত্মসাৎ করে সাইজে ছোট ও দেশীয় গরু নিয়ে আসা হয়। এতে গরু জিম্মাদাররা হেফাজতের শর্ত ভঙ্গ করে আইনগতভাবে দোষী সাবস্থ হন। তাই সার্বিক বিবেচনায় তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিধায় মামলার আলামত  গ্রহণকারী ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার মৃত রসমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম, হোসেন আলীর ছেলে সবির আহম্মেদ, বালি ছড়া গ্রামের মরতোজ আলীর ছেলে হারুন রশীদ, ধর্মপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে নাজমুল হাসান, দোরাবাজারে সাদক আলীর ছেলে বাহার উদ্দীন।


তাছাড়া গরু গায়েবের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অত্র আদেশ প্রাপ্তির ০৩ দিনের মধ্যে মামলা রুজু করে অত্র আদালতকে অবহিত করার জন্য ওসি নির্দেশ প্রদান করা হয়। 


উল্লেখ্য, গত ৩০ এপ্রিল দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী বোগলা বাজারে সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধভাবে আসা ভারতীয় ৯০ টি  জব্দ করে বিজিবি। পরে বিজিবি ও জেলা প্রশাসনের মাধ্যমে গরুগুলো জিম্মা দেয়া হয় ৫ জিম্মাদারকে। কিছুদিন পর মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে গিয়ে গরুর হদিস না পেয়ে বিষয়টি আদালতে অবহিত করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন