বদলে যাওয়া মুগ্ধতা , শরীফুল আলম

বদলে যাওয়া মুগ্ধতা  

শরীফুল আলম । নিউইয়র্ক । মার্কিন যুক্তরাষ্ট্র । 

 

আলোরা যখন অন্ধকারে লুকায় 

স্বপ্ন গুলো ঠিক তখন 

মুগ্ধতার বীজ বুনতে থাকে  , 

হৃদয় খুঁজে তখন আরেক হৃদয় ,  

রাতজাগা পাখীর মত 

মনেতে তখন উদাস স্বপ্ন জাগে 

হৃদয়ে দোলা দেয় তখন স্বপ্নের আবাস । 

 

সুরম্য একটি সন্ধ্যা , 

কি নাম দেবো তোমার ? 

আলো ? না ছায়া ? 

তবে ছায়ায় মিশে যাও তুমি 

আর যদি স্বেচ্ছায় হাসতে হয় 

তবে অন্ধকারেই হেসো তুমি 

যদিও বিনয় তোমার কাছে অর্থবহ নয় 

এ কেবলই মৃত্যু ক্ষুধা , 

বিচ্ছিরি কিছু আবেগ , অতিরঞ্জন প্রত্যাশা ।

 

 কেউ কেউ অবশ্য ঘুম কেড়ে নেয় 

একতরফা প্রেমিকের মত ভুলিয়ে দেয় স্বপ্ন স্মভবনা  , 

ভাবনা গুলো ঠিক আগের মতই লুকিয়ে আছে 

কিছু দৃশ্য , কিছু অদৃশ্যপানে 

অনুতাপের আগুনে  , 

মানুষের মাঝে কত রঙ্গ 

ক্রমশ বদলে যায় মুগ্ধতা ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন