সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
=================================
তোমার চোখে সূর্য দেখি
তোমার চোখে আলো,
তোমার দেখায় চাঁদ তারারা
শেখায় বাসতে ভালো॥
মেহেদী মাখা হাত বাড়িয়ে
কেড়ে নিলে কখন,
নকশী আঁকা পথের বাঁকে
তাই হারালো মন॥
তুমি একটা মিষ্টি রোদ
আমি গায়ে মাখি,
ভালোবসার সকাল বিকেল
সব লুকিয়ে রাখি॥
তুমি আমার বৃষ্টি ভেজা
মিস্টি সুরের বাঁশী
তুমি আমার সৃষ্টি সুখ
তোমায় ভালোবাসি॥
তুমি আমার প্রেম সোহাগের
হাতে বাঁধা রাখী,
রাত আঁধারে ভয় সাহসে
তোমায় শুধু ডাকি ॥
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন