ভিয়েতনামের অনারারী কনস্যুল নিরাপদ সড়ক চাই’র নগর সভাপতি এস এম আবু তৈয়ব সংবর্ধিত

gbn

নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত হওয়ায় মঙ্গলবার (৪ জুন ২০২৪) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এস এম আবু তৈয়ব ব্যবসা এবং সমাজসেবাসহ নানাক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। নতুন দায়িত্বের মাধ্যমে ভিয়েতনামের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কন্নোয়নেও তিনি কাজ করবেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন. প্রধান অতিথি দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ,  সংবর্ধিত অতিথি এস এম আবু তৈয়ব, বিশেষ অতিথি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাহিরা এয়ার এভিয়েশনের চেয়ারম্যান লায়ন আবদুল মান্নান, এনআরসি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদুর রহমান, দৈনিক নয়া বাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হীরু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ব্যাংকার মোন্তাজির মাহমুদ জিসান, সামাজিক সংগঠক নেচার খান, নোমান উল্লাহ বাহার, জি এম তৌফিক, সিনিয়র রোভার মেট পারভেজ সরকার,  টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, মোজাম্মেল হক, নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল লিটন, আইন বিষয়ক সম্পাদক এড. টিপু শীল জয়দেব,  সাংবাদিক আরিচ আহমেদ শাহ, মুহাম্মদ আহসান হাবিবুল আলম, রেবা বড়ুয়া, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, পরিবহন শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন