সিলেটে বালু উত্তোলন, ৮টি লিস্টার মেশিন ও ১১টি নৌকা ধ্বংস

gbn

কোম্পানীগঞ্জ প্রতিনিধি //

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি লিস্টার মেশিন ও ১১টি নৌকা ধ্বংস করা হয়েছে। এছাড়া ১টি স্টিল বডি নৌকা আটক করা হয়েছে।


বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
 

 

 

জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে লিস্টার মেশিন দিয়ে স্টিল বডি নৌকায় বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। এসময় ৮টি লিস্টার মেশিন সহ নৌকা, ৩টি বারকি নৌকা ও ১টি স্টিল বডি নৌকা আটক করা হয়। পরে আটককৃত লিস্টার মেশিনসহ নৌকা ও বারকি নৌকা ভোলাগঞ্জ পর্যটন ঘাট এলাকায় নিয়ে কেটে কেটে ধ্বংস করা হয়। এবং স্টিল বডি নৌকা আটক করে ১০ নম্বর বিজিবি পোস্টের সামনে রাখা হয়েছে।
 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে এই মেশিন ও নৌকাগুলো আটক করা হয়। পরে স্টিল বডি নৌকা আটক করে অন্যগুলো ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন