নবীগঞ্জের আলোচিত ভুয়া ডাক্তার কাজল পুলিশের কাচাঁয়- উপজেলা জুড়ে ভূয়া ডাক্তারদের উপদ্রব বেড়েই চলছে

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচলানা করে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত ভুয়া ডাক্তার কাজল নাথ গ্রেফতার হওয়ায় জনেমনে স্বস্তির নিঃশ্বাস 
ফিরেছে। 
স্থানীয় গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, নবীগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডস্থ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করেন। এসময় একদল পুলিশ ফোর্স বিশেষ অভিযানের মাধ্যমে তাকে তার নিজের চেম্বার থেকে গ্রেফতার করা হয়। সে একজন অভিজ্ঞ ডাক্তার না হয়েও নবীগঞ্জ উপজেলার সহজ সরল মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সে ডিগ্রিধারী ডাক্তার না হয়েও করছে কঠিন ও জটিল রোগের চিকিৎসা। যেমন, জ্বর, সর্দি-কাশি হলে তার কাছে চিকিৎসা নিতে গেলে  ভিজিট দিতে হয় ৭শ থেকে ৮শ টাকা। রোগী চেম্বার থেকে আসার সময় তাদের হাতে ধরিয়ে দেন বড় অংকের প্রেক্রিপশন। সেখানেও বিভিন্ন কোম্পানিরর কাছ থেকে বারতি কমিশন পাওয়ার জন্য লিখে দেয় হাই এন্টিবায়োটিক ও অপ্রয়োজনীয় অনেক ওষুধ। যা সেবনের কারণে বড় ধরনের সমস্যায়ও পড়তে হয় সাধারণ রোগীদের। সে অত্র এলাকায় গড়ে তুলেছিলো ত্রাসের রাজত্ব। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না! তার প্রতারণার কারণে সে গ্রেফতার হয়েছিলো কয়েকবার। তার কিছু অজ্ঞাত বাহিনী দিয়ে প্রতিবাদীদের দামিয়ে রাখা হতো বিভিন্ন শ্রেনী পেশার প্রভাবশালীদের মাসোহারা নিয়ে গাইতেন তার গুনোকির্তন। এ যেনো এক সিন্ডিকেট রাজ্য ছিল। অনেকেই তার কাছে বিভিন্ন কল কৌয়লে ছিলেন জিম্মি! 
ভূয়া ডাক্তার কাজল নাথ গ্রেফতার হওয়ার খবরে  নবীগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ। সাধারণ মানুষ দাবী করেন শুধু কাজল নাথ একা নায় এই শহরে আরও অসংখ্য ভুয়া নামধারী
ডাক্তাররা সর্গ রাজ্য গড়ে তুলেছে। কচুরিপানার মত হাটে- বাজারে খুলে বসেছে চিকিৎসালয়। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি  ও কাজল নাথের কঠোরতম শাস্তির দাবী জানান ভুক্তভোগী ও সাধারণ মানুষ।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মোবাইল কোর্ট পরিচলানা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয় ডাক্তার কাজল নাথকে। তিনি আরো বলেন, ভুয়া ডাক্তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে তথ্য পাবেন সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমরা এর ব্যবস্থা নেব।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন