জিবি নিউজ প্রতিনিধি//
হবিগঞ্জে আলোচিত বস্তাবন্দি লাশ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-৯।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ভিকটিম রঙ্গিলা মিয়া (৫৫) নিখোঁজ হওয়ার পর থেকে ১৯ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিলে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি খেলন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
প্রসঙ্গত, ১৯ জুলাই দুপুরে বানিয়াচংয়ের সুনারু গ্রামের পাশের হাওর থেকে রঙ্গিলা মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তিনি ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি এবং পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও কোনো সন্ধান পাননি।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রঙ্গিলা মিয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তায় ভরে পাথর দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অচিরেই জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন