টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের অনুমোদন পেল লন্ডনের নয়নাভিরাম নদীতীরের একটি উন্নয়ন প্রকল্প

gbn

থেমস নদীর উত্তর পাড়ে নতুন নেইবারহুড গঠনে বড় ধরনের একটি রিজেনারেশন প্রকল্প পরিকল্পনা অনুমোদন দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
গত ৩ সেপ্টেম্বর কাউন্সিল মিটিংয়ে ওরচার্ড ওয়ার্ফ নামে সুরক্ষিত একটি এলাকায় পুনঃউন্নয়নের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। যেটি ১৯১৯০ সাল থেকে খালি পড়ে আছে। এই পুনঃউন্নয়ন প্রকল্প থেকে শত শত সাশ্রয়ী আবাসন এবং শিক্ষার্থীদের বসবাসের উদ্দেশ্যে আবাসন নির্মাণের পাশাপাশি জলপথে মালবাহী পরিবহনের জন্য ওয়ার্ফটি আবার সক্রিয় করে তোলা হবে।
রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউসবিল্ডিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কবির আহমেদ বলেছেন, “এই প্রকল্প আমাদের বাসিন্দাদের জন্য উন্নতমানের দীর্ঘমেয়াদী নিরাপদ বাড়ি নির্মাণ করে লন্ডনে তীব্র চাহিদা সম্পন্ন হাউজিং বা আবাসনখাতে সরাসরি প্রভাব ফেলবে। এই সাইটে শতভাগ সাশ্রয়ী এবং ৬৫টি ফ্যামিলি সাইজ বাড়ি নির্মাণ করা হবে যা আমাদের বারার জন্য খুব বেশি প্রয়োজনীয়।”
তিনি বলেন, “এটি টাওয়ার হ্যামলেটসে আমাদের অনুমোদতি সর্বশেষ বড় ধরনের পুনঃউন্নয়ন বা রিজেনারেশন পরিকল্পনা এবং এর মাধ্যমে খালি পড়ে থাকা এই সাইটে নতুন একটি প্রাণবন্ত নেইবারহুড এবং অনেক অনেক সুযোগ ও চাকরির সৃষ্টি করবে।”
ওরচার্ড ওয়ার্ফ উন্নয়ন প্রকল্পে ডেলিভারি দেওয়া হবে...


* দুটি ভবনে ২০৮টি সাশ্রয়ী আবাসন, সবগুলির অবস্থান হবে নদীর তীরে
* পাঁচটি ভবনে ছাত্রদের বসবাসের জন্য ১ হাজার ৩শ ৬৫টি শয্যা বা বেডস্পেস।
* ওরচার্ড প্লেসের সামনে ৫২৬ বর্গমিটার বাণিজ্যিক স্থান
* পথচারিদের জন্য থেমসে যাওয়ার পথ, জনসাধারণের জন্য উন্মুক্ত এবং ল্যান্ডস্কেপিং এলাকা।
সাশ্রয়ী আবাসন গুলোর মধ্যে ৭০ শতাংশ ডেলিভারি দেওয়া হবে টাওয়ার হ্যামলেটস এবং মেয়র অব লন্ডনের সাশ্রয়ী ভাড়া অনুযায়ী, এর মধ্যে থাকবে বড় পরিবারের জন্য ৬৫টি এবং ২১টি হুইলচেয়ার প্রবেশযোগ্য আবাসন।
সবগুলো আবাসনের নূন্যতম কিংবা তার চেয়ে বেশি স্থান—মান বজায় রাখা হবে এবং ব্যক্তিগত আউটডোর স্পেস,  শেয়ার করা পডিয়াম গার্ডেন্স এবং থেমস নদী ও ইস্ট ইন্ডিয়া ডক বেসিন বরাবরে ভিউ রাখা হবে।
মূল পরিকল্পনায় ৭টি ভবন রাখা হয়েছে। যার উচ্চতা ৪ থেকে ২৪ তলা পর্যন্ত। এর চারপাশে সংবেদনশীলতার সাথে সাজানো হয়েছে।
স্থানটি যাতে একটি সুরক্ষিত ওয়ার্ফ হিসেবে তার নির্দেশনা বজায় রাখে এবং পরিকল্পনাগুলিতে লজিস্টিক সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে যা নীচের স্তরে অবস্থিত, যে কারণে টেকসই জলপথে মাল পরিবহন সম্ভব।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন