এবারের ইয়ং ট্রেডার্স মার্কেট ক্যাম্পেইনে সত্যিকারের আলো ছড়িয়েছে টাওয়ার হ্যামলেটসের তরুণ উদ্যোক্তারা। দ্যা ন্যাশনাল মার্কেট ট্রেডার্স ফেডারেশন সংক্ষেপে এনএমটিএফ পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে ১৬ থেকে ৩০ বছর বয়সী উদ্যোক্তাদের পণ্য চালু এবং পরীক্ষা করার জন্য সমর্থন করে।
এবারের ক্যাম্পেইনে রোমান রোড, রোমান রোড স্কয়ার, হোয়াইটচ্যাপেল এবং পেটিকোট লেন মার্কেটে নিয়মিত স্টলধারীদের সাথে তরুণ উদ্যোক্তারা স্টল বসিয়ে হস্তশিল্প ও গহনা থেকে শুরু করে কেক এবং ঘরে তৈরি ফ্যাশনের জিনিসপত্র বিক্রি করেছেন।
লোকাল মার্কেট থেকে ১৪ জন তরুণ উদ্যোক্তাকে ১৩ জুলাই হ্যাকনির ব্রডওয়ে মার্কেটে অনুষ্ঠিত লন্ডন ও সাউথইস্ট রিজিয়নের ফাইনালে বারার প্রতিনিধিত্ব করার জন্যে নির্বাচিত করা হয়েছিল। তবে এর মধ্যে ১০ জন সেদিন উপস্থিত থাকতে পেরেছিলেন।
এই প্রতিযোগিতায় ইতিহাস গড়েছে টাওয়ার হ্যামলেটস। বারা থেকে তিনজন তরুণ ব্যবসায়ী ২৩ - ২৪ আগস্ট ২০২৫ তারিখে স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভনে জাতীয় ফাইনালে উঠেছে, যারা এই পর্যায়ে প্রথমবারের মতো বারাকে প্রতিনিধিত্ব করেছে। তাদের মধ্যে ছিলেন ২৮ বছর বয়সী আশা দুদমিশ, যিনি তার হস্তশিল্প ব্যবসা, দ্য মডার্ন ফ্যাক্টরির সাথে প্রতিযোগিতা করেছিলেন।
তিনি বলেছেন, “ব্রডওয়ে মার্কেটে ইয়ং ট্রেডার্স মার্কেটের রিজিয়নাল ফাইনালে টাওয়ার হ্যামলেটসের প্রতিনিধিত্ব করতে পারা এবং তারপর স্ট্রাটফোর্ড—আপন—অ্যাভনে জাতীয় ফাইনালে অংশ নেওয়া এক অবিশ্বাস্য সম্মানের বিষয় ছিল!”
তিনি বলেন, “বছরে পর বছর ধরে পূর্ণ ডিগ্রী অর্জনের চেষ্টা এবং কখন কখন পার্ট টাইম এবং ফুল টাইম কাজের মধ্যে আমার কারুশিল্প ব্যবসা গড়ে তোলার পর দুপুরের খাবারের সময় আমার কিছু কাজ বিক্রি হয়ে যাওয়া ছিল অবাস্তব এবং গভীরভাবে ফলপ্রসূ। টাওয়ার হ্যামলেটসে এর আগে কখনও কোনও ফাইনালিস্ট ছিল না, তাই আমি প্রথমদের মধ্যে থাকতে পেরে গর্বিত। আমি এমন একটি বারার সমর্থন পেয়ে কৃতজ্ঞ যারা সত্যিই তার সৃজনশীলতায় বিশ্বাস করে। এই প্রক্রিয়া চলাকালীন সময়ে আমি অনেক মজা করেছি, এবং ছোট ব্যবসা সহ অন্য যেকোনো তরুণ উদ্যোক্তাকে এতে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।”
টাওয়ার হ্যামলেটসের ফাইনালিস্টরা হলেনঃ
ওয়ানল্যাব কলেজ - এন্টারপ্রনারশীপের মাধ্যমে ১৬ - ২৫ বছর বয়সী বিশেষ শিক্ষাগত চাহিদা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের (সেন্ড) ক্ষমতায়ন।
আইরা এক্সেসরিজ - ‘আপনি আসলেই পরবেন’ এমন সাশ্রয়ী মূল্যের বিলাসবহুল গয়না বিক্রি করছে।
দ্যা মর্ডান ফ্যাক্টরি - হস্তনির্মিত পরিবেশ বান্ধব প্লেট, কাপ, বোর্ড গেম, ক্যান্ডেলস্টিক হোল্ডার এবং ট্রিঙ্কেট তৈরি করছে।
তিন তরুণ উদ্যোক্তা ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছেন, তারা টাওয়ার হ্যামলেটসের তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা এবং প্রতিভা তুলে ধরেছেন। তাদের কৃতিত্ব এবং জাতীয় পর্যায়ে তারা যেভাবে বারাকে প্রতিনিধিত্ব করেছেন তাতে আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের তরুণ ব্যবসায়ীদের সৃজনশীলতা, উদ্যম এবং উচ্চাকাঙ্ক্ষার জন্য আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত। টাওয়ার হ্যামলেটসের প্রাণবন্ত স্ট্রীট মার্কেটের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং পরবর্তী প্রজন্মের উদ্যোক্তারা সেই ঐতিহ্যকে ধরে রাখছে দেখে অনুপ্রাণিত হয়েছি। তারা সাফল্য দেখিয়ে দিয়েছে আমাদের বারাতে প্রতিভাবানরা আছে এবং জাতীয় ফাইনালে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আমরা তাদের অভিনন্দন জানাই।”
সেইফার কমিউনিটিজ বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “ইয়ং ট্রেডার্স মার্কেট তরুণদের জন্য বাস্তব জগতের পরিবেশে তাদের ব্যবসায়িক ধারণাগুলি পরীক্ষা করার এবং উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাস অর্জনের একটি উজ্জ্বল সুযোগ। দক্ষতা তৈরি, কর্মসংস্থান তৈরি এবং বাসিন্দাদের জন্য সুযোগ তৈরিই আমাদের প্রধান লক্ষ্য বলেই এই ধরণের উদ্যোগকে আমরা সবসময় সমর্থন করি। তাদের আবেগকে সরাসরি প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে আমার এবং স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভনের ফাইনালে তাদের সাফল্য দেখে আমি আনন্দিত।”

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন