জিবি নিউজ প্রতিনিধি//
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ নিপেরা সুলতানা ও বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রনতি রানী দাস।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে শাল্লা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যসূত্রে জানা যায়।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নির্বাচিত গুনী শিক্ষকদের পুরস্কার ও সম্মাননার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সুনামগঞ্জ জেলায় গুনী শিক্ষক প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হলে উপজেলায় নির্বাচিত গুনী শিক্ষকদের তালিকা পাঠানো হবে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র ঘোষ এবং উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের স্বাক্ষরিত গুনী শিক্ষক বাছাই কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে মনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী প্রধান শিক্ষক মোছাম্মৎ নিপেরা সুলতানা প্রতিবেদককে বলেন, যে কোনো বিষয়ে স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী সহকারি শিক্ষক প্রনতি রানী দাস বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সহ সবার সহযোগিতায় আমি গুনী শিক্ষকের মর্যাদা পেয়েছি। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আমার এই অর্জন অক্ষুণ্ণ রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবিষয়ে শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র ঘোষ জানান, আমরা শিক্ষকদের ইনফ্লুয়েন্স করার জন্য মূলত এই আয়োজন। যাতে শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ে। শাল্লার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দু'জনকে গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছি৷ শিক্ষার মানোন্নয়ন সবাইকে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন