যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সময়ের সাথে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের লক্ষ্য ঠিক করে ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সিলেট বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ছুটছেন যুক্তরাজ্যে। মনোনয়নের ‘গ্রিণ সিগন্যাল’ পেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করছেন। ইতোমধ্যে প্রায় একডজন নেতা যুক্তরাজ্য ঘুরে এসেছেন। আর কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার। যুক্তরাজ্য প্রবাসী নেতারাও সিলেটে এসে প্রার্থী হওয়ার অভিপ্রায়ে সভা-সমাবেশ করছেন।

 

 

 

ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটের ৬টি সংসদীয় আসনে অর্ধশতাধিক নেতা দলীয় মনোনয়নের আশায় মাঠে নামেন। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফাসহ দলীয় কর্মসূচি নিয়ে তারা এলাকায় গণসংযোগ বাড়ান। তবে দলীয় মনোনয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমানের ‘গ্রিণ সিগন্যাল’- এমন বিশ্বাসে মনোনয়ন প্রত্যাশী নেতাদের শুরু হয় যুক্তরাজ্যমুখী দৌঁড়ঝাঁপ।

 

দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে মনোনয়ন প্রত্যাশী নেতারা বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরছেন। প্রার্থী হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ আনুকুল্য পাওয়ারও চেষ্টা করছেন। তারেক রহমানের সাথে দেখা করে এসে অনেকে নির্বাচনে মনোনয়নের ব্যাপারে গ্রিণ সিগন্যাল পাওয়ার কথাও প্রচার করছেন।

 


এখন পর্যন্ত যেসব মনোনয়ন প্রত্যাশী নেতা তারেক রহমানের সাথে দেখা করে এসেছেন তাদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। এর মধ্যে গত ৬ মে আরিফুল হক চৌধুরী ও গত সপ্তাহে খন্দকার মুক্তাদিরের সাক্ষাত হয় তারেক রহমানের সাথে। তারেক রহমানের সাথে দেখা করে আসার পর থেকে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসন থেকে জিয়া পরিবারের কাউকে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। জিয়া পরিবারের কেউ প্রার্থী না হলে তিনি আসনটি থেকে নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করছেন। এর আগে সিলেট-৪ আসন থেকেও তার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। গেল কয়েক দিন থেকে তিনি ফের সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হওয়ার বিষয়টিও আলোচিত হচ্ছে।


এদিকে, গত সপ্তাহে যুক্তরাজ্যে খন্দকার আবদুল মুক্তাদিরের ভাতিজার বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন তারেক রহমান। এসময় তারেক রহমানের পাশে হাস্যেজ্জ্বল মুক্তাদিরকে দেখা গেছে।


দলীয় সূত্র জানায়, সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদির বিএনপির দলীয় প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এরপরও তিনি বসে নেই। নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে তিনি ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে তিনি তরুণদের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তরুণদের নিয়ে তার বিভিন্ন কর্মকান্ড বেশ প্রশংসিত হচ্ছে।

 


সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। অতিসম্প্রতি তিনি যুক্তরাজ্য সফর করে দেশে ফিরেছেন। সফরকালে তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন। একই আসনে অন্য মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনিও তারেক রহমানের সাথে দেখা করার কথা রয়েছে।


এছাড়া সিলেট-৪ আসনের আবদুল হাকিম চৌধুরী, সিলেট-৫ আসনের মামুনুর রশিদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু ও জাকির হোসেন তারেক রহমানের সাথে সাক্ষাত করেছেন। সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. এনামুল হক চৌধুরী, এমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ চৌধুরী ইতোমধ্যে তারেক রহমানের সাথে সাক্ষাত করেছেন। একই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীমও যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এমরান আহমদ চৌধুরী বলেন, ‘গত জুলাই মাসে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে এসেছি। তিনি আমার গণমূখী কাজের প্রশংসা করেছেন। আমি ২০০৮ সাল থেকে ৩টি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে এলাকায় কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন