
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সাতরশিয়া গ্রাম থেকে গত রোববার রাতে ৭ লক্ষ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ দু’ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত. মাইনুল ইসলাম ওরফে ডিবু’র দুই ছেলে উজ্জল (২৮) ও সুজাল (২৪)। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, গোপন খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে সাতরশিয়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ভারতীয় জাল রুপিসহ ওই দুই ভাই গ্রেপ্তার হয়। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ একটি জাল নোট ও মুদ্রা ব্যবসায়ী চক্রের সদস্য মর্মে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।