আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৮০ লাখ গণটিকা দেয়া হয়েছে।
মঙ্গলবার দেশের বিভিন্ন কেন্দ্রের ন্যায় ছাতক উপজেলার সিংচাপইড় ইনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ জহুরা কমিউনিটি সেন্টার কেন্দ্রেও প্রায় ১ হাজার ৫শ পুরুষ-মহিলাকে গণটিকা প্রদান করা হয়। টিকাদানে উৎসাহিত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল ব্যতিক্রমী উদ্যোগে ইউনিয়ন বাসিকে টিকা গ্রহন করান। টিকা গ্রহনের সাথে সাথে প্রত্যেকের হাতে বিরিয়ানির প্যাকেট ও মিনারেল পানির বোতল তুলে দেন। টিকাদানে উৎসাহিত ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এমন উদ্যোগ গ্রহন করেছেন বলে জানিয়েছেন সাহেল। তার এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন টিকা গ্রহনকারী পুরুষ ও মহিলা গণ।। তারা জানিয়েছেন, আর কোনো কেন্দ্রে এমন উদ্যোগের খবর
তারা পাননি। ইউপি চেয়ারম্যান সাহেল তার নিজ উদ্যোগে টিকার সাথে খাবার তুলে দিয়ে নজির স্থাপন করেছেন।
ব্যতিক্রমী আয়োজনে বিভিন্ন ভাবে সহযোগীতা করেন, সিংচাপইর গ্রামের আব্দুল ওয়াহিদ, আব্দুল মুকিত, খলিলুর রহমান, সাদির আহমদ, হাফিজ মুহিবুর রহমান ও পুরান সিংচাপইর গ্রামের অপু আহমদ।
সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত এলাকার এক হাজার পাচশ মানুষ জহুরা কমিউনিটি সেন্টারে করোনাভাইরাসের গণটিকা গ্রহন করেন। ৯টি বুথে ১৭ জন স্বাস্থ্যকর্মী ও ৩০ জন স্বেচ্ছাসেবকের সহায়তায় বিপুল সংখ্যক ওই লোককে টিকা প্রদান করা হয়। শুরুতে ১ হাজার ৫শ লোককে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে টিকা গ্রহনেচ্ছুরা হাজির হওয়ায় তাদেরও টিকা প্রদান করা হয়। টিকা চলাকালীন কেন্দ্রে উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় সাহাব উদ্দিন সাহেল ছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. সত্যজিত কুমার।
টিকাদান কালে সার্বিক সহযোগিতায় ছিলেন, স্বাস্থ্য বিভাগের পিযুষ কান্তি দাস, জ্যোতিষ কান্তি, নিকেষ দেবনাথ, সুজন মিয়া, শান্ত আচায্য, সুমাকর, নিকলেমা দেবনাথ, মুহিবুল ইসলাম, আতিকুর রহমান, তাহমিনা বেগম, হেলাল আহমদ, রোজিনা বেগম, স্বেচ্ছাসেবক জুবিলী বেগম, জেসমিন বেগম, ইউপি সদস্য আল আমিন, মাসুক মিয়া, আব্দুল অদুদ, একরাম আলী, নুরুল আমিন রওশন, আনোয়ার হোসেন ও শাহ কামাল, ইউপির সংরক্ষিত আসনের নারী সদস্য সত্যরানী পাল, রানী বেগম, জোসনা বেগম,
এসময় হাজী আং সালাম, হাসিদ আলী, সাবেক মেম্বার ফারুক আহমদ, হাজি নাজিম উদ্দিন, হাজি আরজদ আলী, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের মিনহাজ আহমদ, রানা মিয়া, ব্যবসায়ী আসকর আলী, সিরাজুল ইসলাম, সাবাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, অপু আহমদ, মোজাহিদ আলী, বাবুল আহমদ, জয়নুল আবেদীন, লুৎফুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন