Bangla Newspaper

পলাশবাড়ীতে ৯ম শ্রেণির ছাত্রী কীটনাশক পান হত্যা না আত্মহত্যা

46

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||

গাইবান্ধার পলাশবাড়ীর ৪ নং বরিশাল ইউনিয়নের আমলাগাছী গ্রামের আগ পাড়ার আফসানা মিমি’র কীটনাশক পান করে চিকিৎসাধাীন রমেক হাসপাতালে মৃত্যু ।
এলাকাবাসীর নানা প্রশ্ন এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
আফসানা মিমি আমলাগাছী বালিকা স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। এবং আমলাগাছী গ্রামের আগপাড়া এলাকার পোশাক শ্রমিক মিলন মিয়ার একমাত্র মেয়ে। সোমবার ১৪ জানুয়ারি সকালে মিমির এ বিষ পানের বিষয়টি নানি সবাইকে জানায় মিমি বিষ খেয়েছে যা রহস্যজনক। মিমি প্রথমে পলাশবাড়ী এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মিমি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মিম পাশ্ববর্তী জালাগাড়ী দরগাপুর গ্রামে নানা আবুল কাশেমের বাড়ি থেকে লেখা পড়া চালিয়ে আসছিল। মিমির নানি নাতনী মিমের প্রেম ঘটিত বিষয় অনেক কিছু জানে বলে একাধিক সূত্রে জানা যায়।

Comments
Loading...