মৌলভীবাজার প্রতিনিধি\ জেলা ও সংসদীয় আসন ভিত্তিক চলমান প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বেগবান করার লক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির এক বিশেষ সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫ অক্টোবর) শনিবার দুপুরে বেরীরপাড়স্থ মিনিবাস মালিক সমিতির অফিসে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকী,এডভোকেট বাবু সুনীল কুমার দাস, স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন