জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, দুই বছরের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকা এখন ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, যেখানে তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিচালিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, গাজার মোট ধ্বংসস্তূপের প্রায় দুই-তৃতীয়াংশই যুদ্ধের প্রথম পাঁচ মাসে সৃষ্টি হয়েছিল। চলমান যুদ্ধবিরতির আগের কয়েক মাসে ভবন ধ্বংসের হার আরো বেড়ে যায়।
২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকার মধ্যবর্তী অংশে প্রায় ৮ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।
ইউএনইপি-এর প্রাথমিক বিশ্লেষণে আরো উল্লেখ করা হয়েছে, প্রায় ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ‘পরিচিত শিল্প এলাকাগুলোর বিপজ্জনক বর্জ্যে’ দূষিত হতে পারে।
জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্রের বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর আগে বিদ্যমান মোট স্থাপনার প্রায় ৭৮ শতাংশ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন