একই মঞ্চে জেরেমি করবিন, মেয়র লুৎফর ও নানা ধর্ম ও বর্নের নেতারা…
জিবি নিউজ |টাওয়ার হ্যামলেট ||
“টাওয়ার হ্যামলেটসে বর্নবাদের কোনো স্থান নেই। নেই কোনো বিভাজনের সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়েছি।” হোয়াইটচাপলের শান্তি র্যালি ও জন সমাবেশ থেকে এসব কথা বলা হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বক্তব্য রাখেন জাতীয় নেতা জেরেমি করবিন এমপি, ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিন সহ আরো অনেকে ।
স্ট্যান্ড আপ টু রেসিজম এর কো চেয়ার সাবি দেলু ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর ফাউন্ডিং মেম্বার ড. আবদুল্লাহ ফালিক-এর পরিচালনায় বক্তারা বলেন, "এই বিজয় শান্তিকামী মানুষের। কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়। কোনো ফার রাইট বা বর্ণবাদী মতবাদকে প্রশ্রয় দেবেনা টাওয়ার হ্যামলেটস। ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে আজ পর্যন্ত উগ্রবাদীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে ভাঙতে পারেনি - ভবিষ্যতেও পারবে না।” সমাবেশে নির্বাহী মেয়র লুৎফর বলেন, "এই সমাবেশ - আমাদের কমিউনিটিকে একত্রিত করার, বৈচিত্র্য উদযাপনের এবং দেখিয়ে দেওয়ার যে বিভেদের শক্তি কখনোই ইস্ট এন্ডে জয়ী হতে পারেনি, এবং কখনই পারবে না।" মেয়র শান্তিপূর্ণ সমাবেশের পেছনে ভূমিকা পালনকারী সকল সংগঠনের প্রতি ও পুলিশ এবং কাউন্সিলের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান। জেরেমি করবিন এমপি মেয়র লুৎফর সহ সংগ্রামী সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা সবসময় টাওয়ার হ্যামলেটসের পাশে থাকবো । এখানে টমি রবিনসনের কোনো জায়গা নেই। আমার মা এসেছিলেন ১৯৩৬ সালে ব্যাটল অব ক্যাবল স্ট্রিট জুইস কমিউনিটির পক্ষ। আজ আমি এসে আপনাদের পাশে ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জুইস সোসালিস্ট ফোরামের চেয়ার ডেভিড রোজনবাগ, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনেদ আহমেদ, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, এমসিএ-এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, লোকাল চার্চ নেত্রী মাদার বেনেডিক্ট, সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম সহ আরো অনেকে।
বক্তারা আরো বলেন, "বর্ণবাদ, সহিংসতা এবং বিভেদের বিরুদ্ধে আমাদের ঐক্য প্রদর্শনের জন্য আজ আমরা এই শান্তিপূর্ণ সমাবেশে একত্রিত হয়েছি। ঐক্যই আমাদের শক্তি।" তারা বলেন, "শনিবার টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি "গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায়" মেট পুলিশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তারপরও ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে এই শান্তি সমাবেশের আয়োজন ছিল। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি - ভবিষ্যতেও পারবে না।”
এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে। একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন