শাবি প্রতিনিধি //
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর তিন সদস্যের শিক্ষার্থী দল “ইকো জেনেসিস” আসন্ন আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (ACI) Egg Protection Device Competition 2025-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
প্রতিযোগিতাটি আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফান্ড অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীদের এই দল। বিষয়টি জানার পর অর্ধলক্ষ টাকা ফান্ড দিয়ে শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) প্রতিযোগী দলের সদস্যের হাতে ৫০ হাজার টাকার সমমূল্যের চেক প্রদান করেন শাখা ছাত্রশিবির এর সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তারেক মনোয়ার বলেন, 'ছাত্রশিবির সব সময় গঠনমূলক কাজে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে৷ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকায় কম্পিটিশনে অংশ্রগ্রহণ করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের। দু:খজনকভাবে তারা পর্যাপ্ত ফান্ড ম্যানেজ করতে পারছে না। আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। সরকারকে বিজ্ঞান-প্রযুক্তিসহ উদ্ভাবনী খাতে পর্যাপ্ত ফান্ডের ব্যবস্থা করা উচিত। ফান্ডের অভাবে এই ধরনের কাজে শিক্ষার্থীরা ডিমোটিভেটেড হওয়া কোনভাবেই কাম্য না। আমরা অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাই।'
জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইকো জেনেসিস দলটির গবেষণা প্রকল্পের মূল লক্ষ্য অতি মাত্রায় শক্তিশালী কর্মক্ষমতা সম্পন্ন কংক্রিট (Ultra High Performance Concrete) উদ্ভাবন, যা প্রচলিত কংক্রিটের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও টেকসই। তাদের উদ্ভাবনী মিশ্রণে ব্যবহৃত হয়েছে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার এবং স্টিল মাইক্রোফাইবার, যা প্রচলিত মোটা অ্যাগ্রিগেটের পরিবর্তে ব্যবহৃত হয়ে কংক্রিটের শক্তি ও নমনীয়তা বৃদ্ধি করেছে।
দলটির সদস্যরা হলেন ফারহানা ইসলাম প্রমা, মো. নাদির উজ জামান নাঈফ, এবং আবু ইয়াহিয়া। তিনজনেই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ধারাবাহিক পারফরম্যান্স ও উদ্ভাবনী চিন্তার কারণে তারা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।
“ইকো জেনেসিস” প্রথম আলোচনায় আসে ACI CUET কর্তৃক আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়ে। এরপর তারা সাস্ট ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়। এই ধারাবাহিক সাফল্যের ফলস্বরূপ তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং সরাসরি ACI প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।
উল্লেখ্য, এ বছর ইকো জেনেসিসই হবে দক্ষিণ এশিয়ার একমাত্র দল যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন