জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটী তরুণদের টার্গেট স্বপ্নের ইউরোপ পাড়ি দেওয়া। কেউ আকাশপথে, কেউ নৌপথে, কেউ বা বনে জঙ্গলে হয়েও পাড়ি দেন ইউরোপ। কিন্তু স্বপ্নের ইউরোপ কখনো পরিণত হয় দুঃস্বপ্নে। স্বপ্নের দেশ থেকে ফিরতে হয় শূন্য হাতে। এরই মধ্যে হয়ত খুইয়েছেন লক্ষ লক্ষ টাকা। স্বপ্নহারা মানুষগুলো তখন ভেঙ্গে পড়েন মানষিক ও আর্থিকভাবে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় সেই মানুষগুলোকে সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের কাজ করছে ব্রাক মাইগ্রেশন।
জানা গেছে, ব্রাক মাইগ্রেশনের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ থেকে ফেরত আসা বাংলাদেশীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গেল দেড় বছরে এ প্রকল্পের আওতায় সিলেট বিভাগের চারশ’র উপর এই সহায়তা লাভ করেছেন। তাদেরকে সোয়া চার কোটি টাকার উপর মালামাল কিনে দেওয়া হয়েছে। কাউকে নগদ কোন টাকা দেওয়া হয় না। ব্যবসা-বাণিজ্য কিংবা কোন কর্মসংস্থান করার ক্ষেত্রে মালামাল কিনে দেওয়া হয়। ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত এ সহায়তা দেওয়া হয়।
ব্রাক মাইগ্রেশন সিলেট অফিস জানিয়েছে, সকল তথ্য সংশ্লিষ্টদের কাছে দেওয়ার পর চূড়ান্ত হওয়া ব্যক্তিকে বেসরকারি সংস্থা ব্রাক এর সিলেট ট্রেনিং সেন্টারে ৩ দিনের জন্য ট্রেনিং (প্রশিক্ষণ) করতে হয়। এ ট্রেনিংয়ে নিজে ও পরিবারের কাউকে সঙ্গে নিয়ে আসতে হয়। এ ক্ষেত্রে ফ্রি বাসস্থান ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে দেওয়া হয় নগদ ৩ হাজার টাকাও।
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে সমগ্র বাংলাদেশব্যাপী এ প্রকল্প চলছে।
সিলেটে পরিচালিত এ প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ব্রাক।এর নাম দেওয়া হয়েছে “প্রত্যাশা” প্রকল্প-২। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশ থেকে ২০২০ সালের ১ এপ্রিলের পর থেকে (চলমান) আগত বিদেশ ফেরতদের প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্টে ডিপার্টচার ও এরাইভাল সিল/আউটপাস/সংশ্লিষ্ট দেশে অবস্থানকালীন যেকোন ডকুমেন্ট) থাকা সাপেক্ষে এই সহায়তা দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশ থেকে যারা স্বেচ্ছায় কিংবা এসব দেশ থেকে জোরপূর্বক পাঠানো হয়েছে তাদের সবাই এই সুবিধার আওতাভুক্ত হতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশে থেকে ফেরত আসা অভিবাসীরা এ সুবিধা পাবেন দেশগুলো হচ্ছে-ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, যুক্তরাজ্য, স্পেন, স্ইুডেন, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়াশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমমবার্গ, মাল্টা, নেদারল্যন্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভানিয়া। এদেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্য বাদে অন্যান্য যেকোন দেশ থেকে ফেরত আসা অভিবাসীরাও এ সুবিধার আওতাভুক্ত হতে পারবেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সিলেট’র আরএসসি ম্যানেজার মো. আরিফুল ইসলাম জানান, মূলত ইউরোপ ফেরতদের সামাজিক পুনরেকত্রীকরণ, মনোসামাজিক পুনরেকত্রীকরণ ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যাশা প্রকল্প, তথা ব্র্যাকের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ থেকে ফেরত আসা (নির্দিষ্ট তারিখের মধ্যে হতে হবে) অভিবাসীদের এ সেবা নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
যোগাযোগের ঠিকানা: ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বাসা- ০৬, রোড নং- ৩১, ব্লক- ডি, শাহজালাল উপশহর, সিলেট অথবা মো. আরিফুল ইসলাম, আরএসসি ম্যানেজার, মোবাইল ০১৬১৪ ২২৬ ৫৯২ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া ২৭ বসুন্ধরা, হাজীপাড়া, সুনামগঞ্জ অফিস, মোবাইল- ০১৩১৩ ৪০৭৫৯৮ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন